প্রিয় শিক্ষার্থীবৃন্দ
যেসব শিক্ষার্থীরা পড়াশোনা কোথায় থেকে শুরু করবে এ নিয়ে দুশ্চিন্তায় ভোগে অথবা যারা মনে করে আমিতো কিছুই পারি না কিছুই বুঝি না। আগে যা পড়েছি সব ভুলে গেছি। এরকম যাদের অবস্থা অর্থাৎ যাদের আত্মবিশ্বাস একেবারে কম এবং যারা পড়াশোনা নিয়ে হতাশায় ভোগে তাদের জন্য এনসিটিবির এই বইগুলো আত্মবিশ্বাস ফেরাতে দারুনভাবে সহায়ক হতে পারো। যাদের ইংরেজি বা গণিতে দুর্বলতা আছে, তাদের জন্যও তাদের জন্যেও এই তালিকাটি প্রযোজ্য
আত্মবিশ্বাস ফিরে পেতে ৯টি NCTB বইয়ের তালিকা:
- ১ম–৯ম শ্রেণির এনসিটিবি ইংরেজি বই
- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (নবম–দশম)
- গণিত (৫ম, ৮ম, ৯ম)
- সাধারণ বিজ্ঞান (নবম) [মানবিক ও ব্যবসায় শাখা]
- সামাজিক বিজ্ঞান (৮ম)
- ভূগোল (নবম–দশম, একাদশ, দ্বাদশ)
- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (নবম–দশম)
- পৌরনীতি (একাদশ–দ্বাদশ)
- অর্থনীতি (নবম–দশম)
গুডলাক