loading...









loading...

Royalbangla
royalbangla desk
royalbangla desk

হস্তমৈথুনের বদভ্যাস থেকে কিভাবে বাঁচবেন?

যৌন সমস্যা

হস্তমৈথুন একেবারে বদভ্যাসে পরিণত হলে তা নিয়ন্ত্রণ করা জরুরী। অনেকে এমন আছে প্রায় প্রতিরাতেই পর্নমুভি দেখে এবং হস্তমৈথুন করে। এরকম বদভ্যাস অচিরেই সর্বনাশ ডেকে আনবে।নিচে হস্তমৈথুন নিয়ন্ত্রণে কিছু টিপস শেয়ার করা হলো ; আশা করা যায় এগুলো অনুসরন করলে হস্তমৈথুন নিয়ন্ত্রণ করা পুরোপুরি সম্ভব।

১) হস্তমৈথুনে বাজেভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না,বন্ধুদের সাথে বেশি সময় দিতে পারেন, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। ব্যায়াম করতে পারেন, জিমে ভর্তি হতে পারেন , সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। সবচেয়ে ভাল হয় ছাত্রজীবনে সিংগেল রুমে না থাকা। সিংগেল রুমে যারা থাকে তারা বেশি আসক্ত হয়। অন্যের সাথে রুম শেয়ার করলে একাকিত্ব তৈরি হয় না । এই একাকিত্বই সর্বনাশ ডেকে আনে।

২) কোন কোন সময় হস্তমৈথুন করার আগ্রহ বেশি জাগে, সেই সময়গুলো চিহ্নিত করুন। অনেকের মনে বাথরুম বা গোসল করার সময় এমন ইচ্ছে জাগে সেক্ষেত্রে এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করুন। ঘুমাতে যাওয়ার আগে যদি এমন ইচ্ছে জাগে, তাহলে সঙ্গে সঙ্গে শখের কোন কাজ করতে পারেন। গান শুনতে পারেন। আবার হালকা কোনও ব্যায়াম করতে পারেন। শরীর ক্লান্ত থাকলে হস্তমৈথুন করার ইচ্ছে নিভে যায়।

৩) হস্তমৈথুন থেকে দূরে থাকার সবচেয়ে মোক্ষম উপায় হলো শখের কাজ করা। যেমন বাগান করা, ব্যায়াম করা , খেলাধুলা করা, প্রার্থনা করা অর্থাৎ নিজেকে যেসব কাজ ভাল লাগে তাতে ব্যস্ত রাখা। এছাড়াও রয়েছে যেসব বিষয় ভালো লাগে সেসবের চর্চা করা, যেমন গনিত হতে পারে, সাহিত্য হতে পারে, শিল্প হতে পারে, আবার ফেসবুক বা ইউটিউবে যেসব কন্টেন্ট খু্বই ভালো লাগে তাও দেখা যেতে পারে। যেমন অনেকে গান শুনতে পছন্দ করে, অনেকে ওয়াজ শুনে, অনেকে ধর্মীয় শ্লোক শোনে, কেউ কৌতুক শোনে বা দেখে অনেকে বিজ্ঞান বিষয়ক কন্টেন্ট দেখতে পছন্দ করে ইত্যাদি। অর্থাৎ নিজের ভাল লাগার বিষয়টি আগে চিহ্নিত করতে হবে।

৪) বিয়ে করার বয়স ও সামর্থ্য হলে বিয়ে করা উচিত। তবে সামর্থ্য না থাকলে ধৈর্য ধরা উচিত। অনেকে আয় রোজগারের পথ না করে বিয়ে করে চরম ধরা খেয়েছেন। বিষয়টি অবশ্যই বিবেচনার দাবি রাখে।

৫) মেডিটেশন বা ধ্যান একটি কার্যকর পদ্ধতি। এখানে বলা উচিত ধর্মীয় প্রার্থনা এক প্রকার মেডিটেশন। যদিও ধর্মীয় বিষয়ে মতভেদ আছে। এছাড়া যোগ ব্যায়াম করতে পারেন।

৬) নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখা এবং নিজেকে কোন একটা টার্গেট বেধে দেয়া। সেটা যেমন দীর্ঘমেয়াদী হতে পারে আবার স্বল্পমেয়াদীও হতে পারে। স্বল্পমেয়াদী টার্গেট যেমন একদিনের একটি প্ল্যান একজন ব্যক্তিকে অনেক সুন্দরভাবে চালিত করতে পারে। কিন্তু কিন্তু লক্ষ্যহীন জীবন-যাপন বিপজ্জনক।

৭) ধৈর্য ধারন করা । একদিনেই নেশা থেকে মুক্তি পাওয়া যাবে না । একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান।

৮) বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান। একা সময় খুব কম কাটাবেন। একা থাকলেই বাজে চিন্তা বেশি আসে।

৯) বেশি রাত জাগা যাবেনা। আর রাতে অবসর সময়ে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করতে পারেন। যেমন কবিতা আবৃত্তি শেখা, ইংরেজি শেখা, কোন নতুন বিদেশী ভাষা শেখা বা প্রোগ্রামিং শেখা প্রভৃতি।

১০) সেক্স সম্পর্কে জ্ঞানার্জন করার চেষ্টা করুন। সেক্সুয়াল ফিটনেস কিভাবে ধরে রাখা যায় এসব বিষয়ে জানার চেষ্টা করুন। এই ওয়েবসাইটের কন্টেন্টগুলো পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারেন।

১১) গাছ, পাখি, ফুল, নদী , প্রাণি, প্রকৃতি এসব নিয়ে আগ্রহী হতে পারেন। বিকৃতি অনেকটা কমে আসবে। যেমন আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের কোন মনোমুগ্ধকর ছবি রাখুন যা আপনাকে ভিন্ন কিছু অনুভুতি এনে দিতে পারে।

১২) ছোট ছোট সময়ভিত্তিক টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। এভাবে আস্তে আস্তে সফল হতে পারবেন।

১৩) যখন তখন বিছানায় শোবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন। সব সময় মানুষের সাথে থাকার চেষ্টা করতে পারেন।

১৪) হস্তমৈথুনে অধিক পরিমান ক্যালরী খরচ হয়,তাতে শরীর খুব দ্রুত ভেঙে যায়৷ একারনে যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য নিয়মিত বিভিন্ন ফল, ডিম, দুধ, ছোলা খাওয়ার অভ্যাস করুন। । বেশি করে ফল খান, এর সাথে দুধ , ডিম, মাছ, চিকেন, মধু এসব বেশি করে খান।

১৫) প্রথমেই মনে রাখতে হবে, হস্তমৈথুন বা স্বমোহন এর জন্য চরম অনুশোচনা বা চরম অপরাধবোধে ভুগবেন না । এটা মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই এ বদভ্যাসে যুক্ত। তবে ছাড়তে সময় লাগে। আরমনে রাখবেন আপনি মানুষ। আর মানুষ মাত্রই ভুল করে। এটা করে ফেলার পর যদি মনে করেন ভুল হয়ে গেছে তো সেজন্য অনুশোচনা করতে পারেন তবে নিজেকে শাস্তি দেবেন না। বরং দৃঢ় প্রতিজ্ঞ হোন যাতে ভবিষ্যতে মন শক্ত রাখতে পারেন।

১৬) যেসব জিনিস আপনাকে হস্তমৈথুনের দিকে নিয়ে যায় , সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন।যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইভ বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন।

১৭) অযথা সময় নষ্ট না করে সময়টা কাজে লাগান। জীবনটা কে সৃজনশীল কর্মকাণ্ড দিয়ে ভরিয়ে তুলুন। সব সময় নতুন কিছু করার দিকে ঝোঁক থাকলে হস্তমৈথুনের ব্যাপারটা মাথা থেকে দূর হয়ে যাবে। এই সাথে আরো সব বাজে জিনিসগুলোও জীবন থেকে হারিয়ে যাবে। নতুন ভাবে জীবনকে উপলব্ধি করতে পারবেন, বেঁচে থাকার নতুন অর্থ খুঁজে পাবেন।লেখালেখি করতে পারেন, গান-বাজনা শিখতে পারেন, আঁকাআঁকি করতে পারেন, অথবা আপনি যা পারেন সেটাই করবেন।

কিছু টিপস:

১) কম্পিউটারে পর্ণ ব্লকিং সফটওয়ার ইনস্টল করে নিন। আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন যাতে পরে ভুল যান। অথবা কোন বন্ধুকে দিয়ে পাসওয়ার্ড দিন। নিজে মনে রাখবেন না।

২) হস্তমৈথুন একেবারেই ছেড়ে দিতে হবে না। নিজেকে বোঝাবেন যে মাঝে মাঝে করবেন। ঘনঘন নয়।

৩) যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন।

৪) ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।

৫) নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য একটি সাপ্তাহিক রুটিন বানান।

৬) গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে প্রেমালাম করবেন না।

৭) ফোনসেক্স অবশ্যই বর্জন করবেন

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

গর্ভাবস্থায় প্রথম ৩ মাস (1st trimester) কী কী সতর্কতা অবলম্বন করা উচিত।।


মেয়েদের যৌনাঙ্গে ইচিং বা চুলকানি

ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮)
ধাতু রোগ কি? কেন কিভাবে হয়? কী করণীয়

royalbangla desk
নতুন দম্পতিরা জন্মনিয়ন্ত্রণ করবেন কিভাবে?

ডাঃ হাসনা হোসেন আখী,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএস (অবস এন্ড গাইনী)
টেস্টোস্টেরন হরমোন বা পুরুষদের হরমোন

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার
দ্রুত বীর্যপাত কেন হয়? কিভাবে হয়? কিভাবে সমাধান করা যায়?

রয়ালবাংলা টিম
মুত্রনালির সংক্রমন: প্রস্রাবের সমস্যা ও জটিলতা

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার
লিঙ্গের শীতলতা , লিঙ্গ শক্ত না হওয়ার সমস্যা বা ইরেক্টাইল ডিসফাংশনের জন ডায়েট

royalbangla desk
ফোরপ্লে (Foreplay) বা শৃঙ্গার কি?

royalbangla desk
লিঙ্গের শীতলতা বা লিঙ্গ শৈথিল্য (Erectile dysfunction) কি?

royalbangla desk
দাম্পত্য জীবনে সুখী হওয়ার টিপস

royalbangla desk
হস্তমৈথুনের বদভ্যাস থেকে কিভাবে বাঁচবেন?

royalbangla desk
যৌন সমস্যা ও সমাধান

royalbangla desk

লিভারের সুস্থতায় কি করবেন ? কি খাবেন?

নুসরাত জাহান, ডায়েট কনসালটেন্ট
স্ট্রেস থাকলে খাবেন না- বোর হলে, এনার্জি কম লাগলে কী করি আমরা? অনেকেই এই সময় খাবার খেয়ে মুড ঠিক করতে চান। চিকিত্সকরা জানাচ্ছেন লিভার সুস্থ রাখতে স্ট্রেসের সময় খাবার ছোঁবেন না।....
বিস্তারিত

হার্ট এটাক সম্পর্কে যেসব তথ্য সবার জানা দরকার

ডা: অনির্বাণ মোদক পূজন
বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের সমস্যা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ—এগুলি মূলত হার্ট অ্যাটাকের কারণ।.................
বিস্তারিত

যারা সিগারেট খান , তাদের জন্য

Dr.Afjal Hossain,Assistant Registrar
ফুসফুস ক্যান্সার & অন্যান্য ক্যান্সার হবার সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ । আজ শুধু ১ টার কথা বলি ---........
বিস্তারিত

আইস্ক্রিমে আসক্তি!!!

নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)
আইস্ক্রিম আমারো প্রিয়! মাঝে মাঝে আমিও লোভ সামলাতে পারিনা! মাসে, ২ মাসে, একবার খাই! বুঝে খাই ভেবে খাই!.......
বিস্তারিত

হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন

পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা
সুস্থ থাকতে হলে আপনাকে হৃদয় দিয়েই হৃদয়ের যত্ন নিতে হবে। ৪৫ থেকে ৫৫ বছর বয়সটি হৃদরোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তবে এখন অনেক কম বয়সীদের মাঝেও হৃদ রোগের প্রকোপ দেখা যাচ্ছে। বর্তমানে..........
বিস্তারিত

শিশুর প্রথম দাঁত ওঠা: ব্যাথা, লক্ষণ ও প্রতিকার

ডা: এস.এম.ছাদিক,ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
শিশুদের প্রথম দুধ দাঁত/ অস্থায়ী দাঁত ওঠা শুরু হয় ৬-১০ মাস বয়স থেকে। দাঁত ওঠার প্রক্রিয়া পর্যায়ক্রমে ২.৫-৩ বৎসর পর্যন্ত চলতে থাকে। মুখের মাড়ি ভেদ করে দাঁত ওঠার এ প্রক্রিয়াকে টিথিং বলে। ...........
বিস্তারিত

আপনি জানেন কি? শারীরিক পরিশ্রমে, ক্যান্সারের ঝুঁকি কমে?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। .........
বিস্তারিত

কেন 'টেস্ট' দেন চিকিৎসক?

Dr.Afjal Hossain
চিকিৎসা নিতে গেলে প্রায়ই চিকিৎসকেরা আমাদের নানা শারীরিক পরীক্ষা (টেস্ট) করতে দেন। আমরা বুঝি না কেন এসব পরীক্ষা করা হচ্ছে? রোগের চিকিৎসায় এটি কতটা কাজে লাগবে?........
বিস্তারিত

একজন অন্তর্মুখী মানুষকে চিনবো কিভাবে?

ডা. মুহম্মদ মুহিদুল ইসলাম,সায়েন্টিফিক অফিসার
এঁদের পছন্দকারী মানুষের সংখ্যা অনেক সময় তুলনামূলকভাবে কম হয়। অন্তর্মুখী স্বভাবের জন্য অনেকেই অহংকারী ভেবে বসতে পারে।.......
বিস্তারিত

দাওয়াত খাওয়ার আগে ও পরে যেভাবে ওজন নিয়ন্ত্রণে রাখবেন?

নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)
দাওয়াত এ যাওয়ার আগে কিছু খেয়ে যাবেন যেমন : আপেল,পেয়ারা, বাদাম, ছোলা এই রকম আশবহুল খাবার কারন অতিরিক্ত ক্ষুধা থাকলে খাওয়া বেশি হয়।......
বিস্তারিত

পুষ্টিগুণে ভরপুর কমলা

পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা
কমলা একটি সুস্বাদু ও সহজলভ্য ফল। বিশেষ করে এখনই কমলার সেরা মৌসুম। চোখ ধাধানো রঙ ও পুষ্টিগুণে ভরপুর বলে এই ফলটি সবারই খুব পছন্দ। ফল হিসেবে, জুস করে কিংবা অনেক রান্নাতেও কমলা ব্যবহার করা হয়।.............
বিস্তারিত

অতিরিক্ত চিনি খেয়ে স্বাস্থ্যের ক্ষতি করছেন না তো???

পুষ্টিবিদ জেনিফা জাসিয়া,পুষ্টি বিষেজ্ঞ
চিনির তেমন কোন উপকারিতা নেই,যা আছে তা খুবই সামান্য। এই সামান্য উপকারের জন্য যদি অতিরিক্ত চিনি খেয়ে ফেলেন অথবা নিয়মিত খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে অনেক বড় ধরনের সমস্যা হতে পারে।......
বিস্তারিত

গর্ভধারণ এবং স্তন ক্যান্সার পর্ব ১


ডাঃ লায়লা শিরিন,অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।

ইউরিক এসিড জনিত সমস্যায় কি করণীয় জেনে নিন


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)- গর্ভবতী মা ও অনাগত শিশুর উপর এর প্রভাব


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা) ,,Consultant Sonologist

রাগ প্রকাশের গ্রহনযোগ্য উপায়


জিয়ানুর কবির,ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট,বি-এস.সি (অনার্স), সাইকোলজি,পিজিটি (সাইকোথেরাপি),এম.এস ও এম.ফিল

নতুন দম্পতিরা জন্মনিয়ন্ত্রণ করবেন কিভাবে?


ডাঃ হাসনা হোসেন আখী,এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),এমএস (অবস এন্ড গাইনী)

শারীরিক পরিশ্রম পিরামিড : সপ্তাহে কতটুকু দৈহিক পরিশ্রম করা উচিত? দেখে নিন


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

সিএমএল বা ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া কি? করণীয় কি?


ডাঃ গুলজার হোসেন ,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট

ল্যাপারোস্কপি বা মিনিমাল এক্সেস সার্জারী কি ? কখন কার জন্য প্রযোজ্য?


ডাঃ লায়লা শিরিন ,সহযোগী অধ্যাপক

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)

পাইলনিডাল সাইনাস কি ?কেন হয় ? কী করণীয় ?


ডাঃ মোঃ মাজেদুল ইসলাম

বাচ্চার অপরাধী আচরণ দেখলে কি করবেন


জিয়ানুর কবির

স্বাস্থ্যকর পানীয় গ্রিন-টি গ্রহণের সঠিক পদ্ধতি জানেন কি??


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু,নিউট্রিশনিস্ট, বায়োজিন কসমেসিউটিক্যালস

স্তন ক্যান্সার : সচেতনতার বিভিন্ন দিক


ডাঃ লায়লা শিরিন

আসুন থ্যালাসেমিয়াকে জানি


ডাঃ গুলজার হোসেন

মুরগীর কলিজা কি সত্যিই বিষাক্ত?


পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন।

মলদ্বারের যত রোগ


ডাঃ মোঃ মাজেদুল ইসলাম

শিশুদের জিংক কেন প্রয়োজন? কিসে জিংক আছে?


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

সঠিকভাবে দাঁত পরিস্কারের নিয়ম


ডা: এস.এম.ছাদিক

ছোটদের সহজে বাংলা বানান শেখাবেন যেভাবে--


রয়াল বাংলা ডেস্ক

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)

পাইলনিডাল সাইনাস কি ?কেন হয় ? কী করণীয় ?


ডাঃ মোঃ মাজেদুল ইসলাম

বাচ্চার অপরাধী আচরণ দেখলে কি করবেন


জিয়ানুর কবির

স্বাস্থ্যকর পানীয় গ্রিন-টি গ্রহণের সঠিক পদ্ধতি জানেন কি??


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু,নিউট্রিশনিস্ট, বায়োজিন কসমেসিউটিক্যালস

স্তন ক্যান্সার : সচেতনতার বিভিন্ন দিক


ডাঃ লায়লা শিরিন