শীত চলে এসেছে। শীতের সাথা চলে আসে অলসতার পাহাড়। লেপ মুড়ি দিয়ে অতিরিক্ত ঘন্টাখানেক ঘুমাতে কার না ভাল লাগে। তাপমাত্রা যত কমতে থাকে বাইরে গিয়ে টুকটাক হাটাহাটি করার আগ্রহটাও কমতে থাকে আমাদের। এমনকি ঘরের ভিতরে বা জিমে যাবার মোটিভেশনেও কিছুটা ঘাটতি দেখা দেয়। আউটডোর এক্টিভিটি আমাদের কমতে থাকে, আমরা ঘামাই কম আর খাই কিছুটা বেশি। হ্যা, শীতে আমাদের ক্ষুধা বেশি লাগে। খাবার শরীরে উত্তাপ ধরে রাখতে সাহায্য করে । তাই আমাদের শরীর স্বয়ংক্রিয়ভাবে ক্ষুধাবোধ বাড়িয়ে দেয়। শীতে আমরা পানি কম খাই । ফলে ডিহাইড্রেশন হয় যেটা আমাদের আরও অলস করে তোলে। এসবই ওজন বাড়ার জন্য পারফেক্ট রেসিপি। কিছু সাধারন কিন্তু গুরুত্বপূর্ন ডায়েট কৌশল ফলো করলে শীতের এই সমস্যা আপনাকে ভোগাবে না। সেসব নিয়ে আগামী দুই একদিনের মধ্যে লিখব আশা করছি। |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আপনি জানেন কী চার ধরণের ক্ষুধা আছে |