লিউকেমিয়ার সাধারণ লক্ষণগুলি হল:
- জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি
- লিম্ফ নোডের বৃদ্ধি (যা ত্বকের নিচে বাম্পস বলে মনে হয়),
- লিভার বা প্লীহা বড় হয়ে যাওয়া
- রাতে অতিরিক্ত ঘাম হওয়া
- ক্লান্তি এবং দুর্বলতা
- নাক দিয়ে রক্ত পড়া
- হাড়ে ব্যথা
- ঘন ঘন ইনফেকশন
- ত্বকে ছোট ছোট লাল দাগ
- সহজেই রক্তপাত বা ঘা হওয়ার প্রবণতা
- অপ্রত্যাশিত ওজন কমানোর?
লিউকেমিয়ার প্রকারের উপর নির্ভর করে লক্ষণগুলি কিছুটা পরিবর্তিত হতে পারে।
  এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।   
 www.royalbangla.com/gulzarhematologist  
  লেখক  
  ডাঃ মোঃ গুলজার হোসেন  
 এমবিবিএস, এমডি (হেমাটোলজি) 
 রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ 
  সহকারি অধ্যাপক 
  রক্তরোগ বিভাগ 
  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা 
  চেম্বার:  
 পপুলার ডায়াগনস্টিক সেন্টার, উত্তর বাড্ডা শাখা, প্রগতি সরণি, ঢাকা। 
  এপয়েন্টমেন্ট নিতে ফোন করুন:  
 01792402278 
 01841122215 
  লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন  
 www.facebook.com/ gulzarhematologist  





























