যৌথ পরিবার নাকি একক পরিবার? কোন পরিবার ভালো আপনার শিশুর বেড়ে উঠার জন্য? এই প্রশ্ন রেখে একটা পোস্ট করেছিলাম বেশ আগে সেখানে যে কমেন্ট এসেছে বেশিরভাগ ই একক পরিবার সাপোর্ট করেন এবং আবার কেউ কেউ এটাও বলেছেন যে, যৌথ পরিবারে বাচ্চা পালা সহজ!
এই পোস্টের আলোকে কিছু বলি আপনাদের কে।
প্যারেন্টিং নিয়ে কাজ করছি প্রায় অনেক বছর। শিশুর যত্ন ও বেড়ে উঠায় পরিবার এর আগে দরকার ভালো পরিবেশ। আর এই ভালো পরিবেশ মানে এসি, সুন্দর বাসা নয় পরিবারের সদস্য দের ইতিবাচক মনোভাব, সহযোগীতা, নিয়ম নীতি শৃংখলা এসব কিছু। এখন আপনি এই সব কিছু যদি যৌথ পরিবারে পেয়ে যান তাহলে বাচ্চার জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা সহজ হবে আপনার।
আর যদি এমন পরিবেশ না থাকে তাহলে একক পরিবার এ আপনাকে এমন পরিবেশ তৈরি করে নিতে হবে ।
যৌথ পরিবারের যেমন অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে অনেক। আপনি চাইলেও সন্তান এর কিছু আচরন নিয়ন্ত্রণ করতে পারবেন না। সে বাকি সবাইকে দেখে নিজের থেকেই অনেক কিছু শিখে নিতে পারে ( নেতিবাচক কিছু যেমন : ভাষা, বাইরের খাবার, অন্যান্য)
আবার অনেক সময় নিজের হাতে খাওয়া, নিজে কাজ করা এগুলা সে বড়দের থেকে দেখে শিখে নেয়। এটা পজিটিভ।
চাকুরীজীবি মায়েদের জন্য একক পরিবার একটা বড় চ্যালেঞ্জ। বাচ্চাকে রাখা, অফিস করা, সংসারের সকল কাজ গুছানো বাইরের লোকের কাছে বাচ্চাকে রেখে মানুষ করা এই সব কিছুই এক বিশাল যুদ্ধ।
আবার যে মায়েরা যৌথ পরিবারে বাচ্চা রেখে জব করেন সেখানে ঝামেলা হয় অনেক সময় কাজের লোক কে বকা দিতে পারবেন কেনো বাচ্চাকে চিপস খাওয়ালে কিন্ত নানা নানী বা দাদা দাদী কে এগুলা বললে উলটা শুনিয়ে দিতে পারে এগুলা খেলে কিছু হয় না।
সব মায়েরাই চায় তার সন্তান সুস্থ সুন্দর ভাবে বেড়ে উঠুক। তার নিজের মত করে তাকে গড়িয়ে নিতে চায়। সেক্ষেত্রে প্রয়োজন সবচেয়ে বেশি হলো সবার সাপোর্ট, পজিটিভ সাপোর্ট। এই পজিটিভ সাপোর্ট পেলে যৌথ পরিবার বা একক পরিবার দুই পরিবার ই ভালো।মনে রাখতে হবে, দুই পরিবারেই সুবিধা অসুবিধা আছে। মায়েদের কে সাপোর্ট পাওয়ানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন যিনি তিনি হলেন বাচ্চার বাবা! এই দুই মানুষ মিলে পরিবারে স্ট্রং সাপোর্ট সিস্টেম গড়ে নিলে বাচ্চা ছোট থেকে সুন্দর আচরন, ব্যবহার, শিক্ষা, নীতি নৈতিকতা নিয়ে বড় হবে।
এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153
লেখক
নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী
Bsc (Hon's) Msc (food & Nutrition)
CND (BIRDEM), CCND (BADN)
Trained on Special Child Nutrition
Consultant Dientitiant (Ex)
Samorita Hospital
Mobile: 01750-765578,017678-377442
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/নিউট্রিশনিস্ট-সুমাইয়া-সিরাজী-102934114426153/