- ১. নারিকেলের দুধ ব্যবহার - নারিকেল কুরিয়ে বেটে তা থেকে খুব সহজেই নারিকেলের দুধ বের করা যায় । - ১ কাপ নারিকেলের দুধ মাথায় এবং চুলের মধ্যে চিরুনি দিয়ে ভালো ভাবে মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। - তারপর ঠাণ্ডা জল দিয়ে মাথা ও চুল থেকে ভালো ভাবে ধুয়ে ফেলতে হবে । - সবশেষে শ্যাম্পু করে চুল পরিষ্কার করতে হবে । এভাবে ১ সপ্তাহ ব্যবহার করলে কাংখিত উপকার পাওয়া যায় ।
- ২. নিম পাতার কার্যকারিতা - ১০-১২ টি নিমের পাতা এক মগ পানির মধ্যে দিয়ে ফুটাতে হবে । পানির পরিমাণে অর্ধেকে পৌঁছে ঘন হলে তা নামিয়ে নিতে হবে । - নিমের পাতার মিশ্রণ ঠাণ্ডা হয়ে গেলে ধীরে ধীরে তা চুলে লাগিয়ে নিতে হবে। - শ্যাম্পু করার আগে এই প্রকৃয়া চালানো যেতে পারে , আর প্রতিসপ্তাহে একবার ব্যবহার করলে স্থায়ি ভাবে চুল পড়া বন্ধ হয়।
- ৩. আমলকীর গুনাগুণ - আমলকী নারকেল তেল বা লেবুর রসের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। আবার আমলকীর তেল ও নারিকেল তেল এর মিশ্রণও সমান উপকারী। - ৪-৫ টি শুকনো আমলকী ও এক কাপ নারকেল তেল একসাথে আগুনের তাপে জ্বালাতে হবে। তা যখন কালো রঙ ধারণ করবে , তখন নামিয়ে ঠাণ্ডা করতে হবে। এ মিশ্রণ মাথায় ভালো ভাবে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। - কাঁচা আমলকী বেটে রস করে অথবা শুকনো আমলকী গুঁড়ো করে নিতে হয় । ২ চা চামচ আমলকীর রস অথবা গুঁড়ো সম পরিমাণ লেবুর রসের সঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে দিতে হয়। আধঘণ্টা এভাবে রেখে তারপর গরম পানি দিয়ে মাথা ধুয়ে , শ্যাম্পু করতে হবে।
- ৪. পেঁয়াজের রস - একটি মাঝারী সাইজের পেঁয়াজ বেঁটে তার সঙ্গে ২ টেবিল চামচ মধু এবং এক কাপ গোলাপ জল মিশিয়ে মাথায় ৪০-৫০ মিনিট মেখে রেখে দিতে হবে । - এর সঙ্গে রসুন বেঁটে দিয়ে কিছু সময় আঙ্গুল দিয়ে মাথায় চুলের নিচের ত্বক ম্যাসাজ করা যেতে পারে। - চুল পড়া রোধ ও মাথার স্বাস্থ্য খুব ভালো রাখে ।
- ৫. ডিমের সাদা অংশ ব্যবহার - ২ টি ডিম ভেঙ্গে একটি গামলায় নিয়ে তা থেকে কুসুম আলাদা করে শুধুমাত্র সাদা অংশ টুকু রাখতে হবে। - এর মধ্যে ২ টেবিল চামচ জলপাই তেল নিয়ে একত্রে মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে । - অতঃপর তা মাথায় ১৫-২০ মিনিট মাখিয়ে রাখতে হয়।
- ৬. আলুর রস - গোল আলু খোসা ছাড়িয়ে বেঁটে রস করতে হবে । - তারপর এর সঙ্গে ১ চামচ মধু ও ১ চামচ জল মিশিয়ে মাথায় ৩০-৪০ মিনিট ব্যবহার করতে হবে ।
- ৭. ধনিয়া পাতার ব্যবহার - এক কাপ তাজা ধনিয়া পাতা বেঁটে তার মধ্যে ৩-৪ চামচ জল মিশাতে হবে । - তা থেকে রস আর পেস্ট আলাদা করতে হবে। - ঘন ধনিয়া পাতার পেস্ট ব্রাশ এর সাহায্যে চুলে ও মাথায় মাখিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করতে হবে । - তারপর শ্যাম্পু করে চুল পরিষ্কার করতে হবে ।
রয়াল বাংলা ডেস্ক |
চুল পড়া সমস্যার ঘরোয়া সমাধান |
স্বাস্থ্য |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
দাঁতের যত্ন বাড়িতেই |