loading...









loading...

Royalbangla
Dr.Afjal Hossain,Assistant Registrar
Dr.Afjal Hossain,Assistant Registrar

পায়ের পিছনের কাফ মাসল পেইন (পায়ের রগে টান খাওয়া)

টিপস

প্রায়ই এমন রোগি আমাদের কাছে আসেন। যেমন সেদিন ৩৮ বছইরের এক ভদ্রমহিলা এসেছিলেন -

আমার পায়ের পিছনের গোছার মাংসটা মাঝে মাঝে এমন জোরে কামড়ে ধরে যে মনে হয় নড়াচড়া করলেই ছিড়ে যাবে। খুব পেইনফুল।

(আমরা মেডিকেলের ভাষায় একে লেগ ক্র্যাম্প বলি)।

খুব ফ্রিকোয়েন্টলি হয়?

ইদানিং সপ্তাহে ২/১ বায় হচ্ছে। ঘুমাতেই পারছি না (লেগ ক্র্যাম্প বা বাইং বাত রাতেই বেশি হয়)।

আপনার তো কিছু রক্ত পরীক্ষা করা আছে, দেখি হিমগ্লোবিন টা কত? যা ভয় পেয়েছিলাম, হিমগ্লোবিন কম (রক্তস্বল্পতা) মাত্র ৯ মিগ্রা/ডিএল।

(রক্তস্বল্পতা লেগ ক্র্যাম্পের একটি রিস্ক ফ্যাক্টর)।

আগে কখনো হয়েছে?

জী, যখন আমার শেষ বাচ্চাটা পেটে ছিল, তখন বেশি হয়েছিল (প্রেগনেন্সী লেগ ক্র্যাম্পের আর একটি রিস্ক ফ্যাক্টর)। বিশেষ করে, ডক্টর, যেদিন সারাদিন একটু বেশি পরিশ্রম হয় বা ট্রেডমিলে বেশি হেঁটে ফেলি, সেরাতে হবেই (অতিরিক্ত পরিশ্রম ও একটি রিস্ক ফ্যাক্টর)।

আরো যেসব কারনে লেগ ক্র্যাম্প হতে পারে তার মধ্যে অন্যতম হল লিভার ডিজিজ, কিডনি রোগ বিশেষ করে যারা ডায়ালাইসিস করছেন, দেহে আয়নের তারতম্য, রক্তনালীর রোগ, বিভিন্ন স্নায়ুরোগ ইত্যাদি। এই ভদ্রমহিলার ব্যাকপেইন আছে, যদি ডিস্ক বা স্পন্ডাইলোসিস এর কারনে নার্ভ রূটে চাপ লাগে (সায়াটিকা), তাহলেও লেগ ক্র্যাম্প হতে পারে।

আচ্ছা, আপনি কি কোন মেডিসিন খান বর্তমানে?

তেমন কিছু তো খাই না, শুধু প্রেশার আর কোলেস্টেরলের মেডিসিন খাই নিয়মিত।

নাম কি কি?

এনজিলক প্লাস আর রসুভা।

এই দুওটা মেডিসিন ও আপনাকে চেঞ্জ করতে হতে পারে। কারন এঞ্জিওলক প্লাস এ ডায়ইউরেটিক আছে ওটা, আর কোলেস্টেরল কমানোর মেডিসিন দুটাই লেগ ক্র্যাম্প করতে পারে। (এছাড়াও নিফিডিপিন (nifedipine) নামক হার্টের মেডিসিন, পোস্টমেনপজাল অস্টিওপোরিসিস (postmenopausal osteoporosis) এর মেডিসিন রেলক্সিফেন (Raloxifene) ইত্যাদির কারনেও লেগ ক্র্যাম্প এর রিস্ক বেড়ে যেতে পারে।

ডক্টর, এগুলোর সমাধান আছে?

অবশ্যই আছে। প্রথমে আপনার রিস্ক ফ্যাক্টর বা কারণগুওলো দূর করতে হবে। যেমন আপনার আগে রক্তস্বল্পতা দূর করতে হবে। কিছু ব্লাড টেস্ট করে অন্যান্য কারণ আছে কিনা দেখতে হবে। যে মেডিসিন গুলো খেলে লেগ ক্র্যাম্প হতে পারে সেগুলো বন্ধ রাখা বা বিকল্প মেডিসিনের ব্যবস্থা করা যায় কিনা দেখতে হবে।

ডক্টর, এখন ক্র্যাম্প বন্ধ করার কোন মেডিসিন আছে?

মেডিসিন আছে, যেমন কুইনাইন বা ক্লোরকুইন টাইপের মেডিসিন কাজ করে। তবে আমরা মেডিসিন ছাড়া গুলো আগে ট্রাই করব।

সেটা কেমন, ডক্টর?

দুই ধরনের ব্যায়াম। ক্র্যাম্প সময়কালীন আর ভবিস্যতে এটাক কমানোর ব্যয়াম। কাফ মাসলে ক্র্যাম্প এটাক হলে সাথে সাথে পাকে টেনে সোজা করে দিবেন। এরপর এংকেল কে ভাজ করে বুরো আংগুলকে আপনার চোখের দিকে নির্দেশ করিয়ে রাখবেন কিছুক্ষন (স্ট্রেছিং, )। এর পর এটা বার বার করবেন। এতে এটাক টাইম কমে যাবে। এর পর হালকা ম্যাসাজ করবেন কাফ মাসলে।

আর প্রিভেন্ট বা প্রতিরোধ করার ব্যায়াম কোনটা?

তাও কাফ মাসল স্টেছিং এক্সসারসাইজ করবেন। দিনে ২ থেকে ৩ বার করবেন। প্রতিবার ৪/৫ মিনিট। অনেক রকম স্ট্রেছিং আছে, যেকোনটা করলেই চলবে।

তাহলে মেডিসিন খেতে হবে না আর?

দেখা যাক না। ব্যায়ামে কাজ না হলে তখন মেডিসিন দিতে হয়।

ধন্যবাদ ডক্টর, ব্যপারটা আগে অনেক ডাক্তারকে বলেছি। কিন্তু কেই তেমন পাত্তা দেইনি। বলেছে এটা তেমন কিছু না। কিন্তু আমিতো কষ্ট পেয়েই যাচ্ছিলাম।

উনারা ঠিকই বলেছেন। এতা হার্মলেস ডিজিজ। কিন্ত ভোগান্তি কিন্তু কম না। তাই এটার চিকিৎসা দিতে হয়। আপনাকেও ধন্যবাদ।

সবাই নিজের ও পরিবারের সবার যত্ন নিবেন।আমাদের জন্য দোয়া করবেন।

এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/drafjalhossain

লেখক
Dr.Afjal Hossain
Telemedicine Service
Assistant Registrar
United Hospital, Gulshan 2,Dhaka.
Former Panel Physician USA Embassy
Internship Mitford Hospital, Dhaka.,Dhaka.
Studied Sir Salimullah Medical College, Dhaka.

লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন

www.facebook.com/drafjalhossain

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

দীর্ঘতর শক্তিশালী জীবনের জন্য ৭ টি গোপন রহস্য।


বুকে ব্যাথা কিকি কারণে হতে পারে জেনে নিন

রয়াল বাংলা ডেস্ক
হার্টের রোগ বা হার্ট এটাকের লক্ষণগুলো

রয়াল বাংলা ডেস্ক
যেসব খাবার হৃদরোগের জন‌্য দায়ী

রয়াল বাংলা ডেস্ক
মাইগ্রেন থেকে দূরে থাকবেন কিভাবে?

নুসরাত জাহান, ডায়েট কনসালটেন্ট
কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে করণীয়ঃ

ডাঃ আয়েশা রাইসুল (গভঃ রেজিঃ H-১৫৯৮)
পায়ের পিছনের কাফ মাসল পেইন (পায়ের রগে টান খাওয়া)

Dr.Afjal Hossain,Assistant Registrar
আপনার কি প্রায়ই মাথা ঘুরায়?

পুষ্টিবিদ জয়তী মুখার্জী
মেয়েদের হার্ট এ্যাটাক কেন কম হয়?

Dr.Afjal Hossain,Assistant Registrar,Telemedicine Service

'মাছ নাকি মাংস, কোনটা বেশি খাবো এবং কেন'

পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা
কথায় আছে মাছে ভাতে বাঙালি। নিত্যদিনের খাবারে মাছের উপস্থিতি না থাকলে যেন খাওয়ার পরিপুর্নতা আসে না। তবে সময়ের সাথে সাথে খাবারের প্লেট থেকে যেন মাছের উপস্থিতি কিছুটা কমে যাচ্ছে।......
বিস্তারিত

স্ট্রোক

পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা
মস্তিষ্ক আমাদের দেহের সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি একটি সংবেদনশীল অঙ্গ। এতে ছোট-বড় অসংখ্য রক্তনালী দ্বারা রক্ত সংবহিত হয়। এর মাধ্যমে মস্তিষ্ক পুষ্টি পদার্থ গ্রহণ করে তার স্বাভাবিক ক্রিয়া পরিচালনা করে।......
বিস্তারিত

দাঁত স্কেলিং কি?

ডা: এস.এম.ছাদিক,ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী
না, স্কেলিং করালে দাঁত সাদা হয় না। প্রত্যেক মানুষের দাঁতের আলাদা আলাদা shade থাকে। স্কেলিং এর মাধ্যমে দাঁতের ওপর লেগে থাকা plaque(খাদ্যের অবশিষ্টাংশের ওপর ব্যাকটেরিয়া কলোনি স্থাপন করে), পাথর ও দাঁতের বাইরের স্তরের দাগ(সিগারেট, গুটখা, পান খাওয়ার ফলে যা তৈরী হয়) পরিষ্কার করা হয়।.........
বিস্তারিত

ইউরিক এসিড বেড়ে গেলে যে খাবার গুলোতে বাধা নেইঃ

পুষ্টিবিদ জেনিফা জাসিয়া,পুষ্টি বিশেষজ্ঞ
আধুনিক শহুরে জীবনে ইউরিক এসিড বৃদ্ধির সমস্যা অনেকেরই দেখা যায়। এর ফলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। একটু সচেতন হয়ে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনলে ইউরিক এসিড অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।.......
বিস্তারিত

নরমাল ডেলিভারির জন্য কিছু টিপস

ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা),Consultant Sonologist
'নরমাল' ডেলিভারি হলো এমন একটি ডেলিভারি পদ্ধতি যেখানে কোন প্রকার অস্ত্রোপচার বা সার্জিক্যাল প্রক্রিয়া জড়িত নয়। এটি একটি ভেজাইনাল ডেলিভারি যা স্বতঃস্ফূর্ত,........
বিস্তারিত

কি কি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন??

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
ক্যান্সার চিকিৎসা একটি দীর্ঘ মেয়াদি চিকিৎসা। এবং এই চিকিৎসার যেহেতু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই এই চিকিৎসা চলাকালীন একজন ব্যক্তির কিছু শারীরিক সমস্যা বা উপসর্গ দেখা দিতে পারে।.........
বিস্তারিত

একঘেয়েমি সবজি না!

নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)
বাচ্চার জন্য রান্না সবজি যদি রোগী দের মেনুর মত করে বানান তাহলে বাচ্চা আগ্রহ পাবে না। আপনাদের রান্না খাবারের সাথে বাচ্চা কে শুরু থেকে অভ্যস্ত করে তুলুন। মাঝে মধ্যে খাবারে বৈচিত্র্য বা স্বাদের পরিবর্তন করুন এতে বাচ্চা সবজির প্রতি একঘেয়েমি মনোভাব রাখবে না।...........
বিস্তারিত

খেতে গিয়ে যে ভুল নয়!

পুষ্টিবিদ মোঃ ইকবাল হোসেন,পুষ্টি কর্মকর্তা
আলুভর্তা আর ভাত নিঃসন্দেহে বেশ মজাদার খাবার। অনেকেই সকালের নাশতায় ভাত আর আলুভর্তা খেয়ে থাকেন। খেয়াল করেছেন কি, ভাত ও আলু দুটিই শর্করাযুক্ত খাবার? স্বাদের পার্থক্য ছাড়া ভাত ও আলুভাজি একই জিনিস। এ খাবারে মুখের তৃপ্তি মিটলেও শরীরের পুষ্টির চাহিদা মিটবে না। ...........
বিস্তারিত

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কোন খাবার গুলো এড়িয়ে চলবেন??

পুষ্টিবিদ জেনিফা জাসিয়া,পুষ্টি বিশেষজ্ঞ
বেশি পরিমাণে প্রোটিন বা আমিষ খেলে অথবা অ্যালকোহল জাতীয় খাবার বেশি খেলে দেহে পিউরিন নামক নন এসেনসিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই......
বিস্তারিত

ফিটাল গ্রোথ স্ক্যান (Fetal Growth Scan) কি, কখন এবং কেন করা প্রয়োজন।

ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা),Consultant Sonologist
ফিটাল গ্রোথ স্ক্যান হ'ল এক প্রকার আল্ট্রাসাউন্ড স্ক্যান যা গর্ভধারণের ২৪ সপ্তাহের পর হতে প্রসবের পূর্ব পর্যন্ত যে কোন সময় শিশুর বৃদ্ধি ও সুস্থতা নির্ধারণ করতে করা হয়ে থাকে। এটি এক বা একাধিক বার করা যেতে পারে (প্রয়োজন অনুসারে)।...........
বিস্তারিত

আপনি জানেন কি? শারীরিক পরিশ্রমে, ক্যান্সারের ঝুঁকি কমে?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। .........
বিস্তারিত

কেন 'টেস্ট' দেন চিকিৎসক?

Dr.Afjal Hossain
চিকিৎসা নিতে গেলে প্রায়ই চিকিৎসকেরা আমাদের নানা শারীরিক পরীক্ষা (টেস্ট) করতে দেন। আমরা বুঝি না কেন এসব পরীক্ষা করা হচ্ছে? রোগের চিকিৎসায় এটি কতটা কাজে লাগবে?........
বিস্তারিত

সুস্থতায় নিয়মানুবর্তিতা: যেসব নিয়ম মেনে চললে দীর্ঘদিন সুস্থ থাকা যায়


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু

বাচ্চার আদর্শ খাদ্যাভ্যাস গড়ে তুলতে যা করা উচিত এবং যা করা উচিত নয়


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

সুপারবাগ: মানবজাতির জন্য কতটা ভয়ংকর?


ডাঃ গুলজার হোসেন ,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট

আত্মহত্যা প্রতিরোধে আমাদের যা করা উচিত


ডা. ফাতেমা জোহরা , মনোরোগ, যৌনরোগ ও মাদকাসক্তি নিরাময় বিশেষজ্ঞ

গর্ভধারণ এবং স্তন ক্যান্সার পর্ব ১


ডাঃ লায়লা শিরিন,অধ্যাপক, ক্যান্সার সার্জারী, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল।

ইউরিক এসিড জনিত সমস্যায় কি করণীয় জেনে নিন


ডা: অনির্বাণ মোদক পূজন,হৃদরোগ, বাতজ্বর ও উচ্চ রক্তচাপ রোগ বিশেষজ্ঞ

হাইপোথাইরয়েডিজম (Hypothyroidism)- গর্ভবতী মা ও অনাগত শিশুর উপর এর প্রভাব


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা) ,,Consultant Sonologist

রাগ প্রকাশের গ্রহনযোগ্য উপায়


জিয়ানুর কবির,ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট,বি-এস.সি (অনার্স), সাইকোলজি,পিজিটি (সাইকোথেরাপি),এম.এস ও এম.ফিল

বাবার জন্য সন্তানের রক্ত কতটুকু নিরাপদ?


ডাঃ গুলজার হোসেন,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল

শিশুদের জিংক কেন প্রয়োজন? কিসে জিংক আছে?


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

সঠিকভাবে দাঁত পরিস্কারের নিয়ম


ডা: এস.এম.ছাদিক

ছোটদের সহজে বাংলা বানান শেখাবেন যেভাবে--


রয়াল বাংলা ডেস্ক

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)

পাইলনিডাল সাইনাস কি ?কেন হয় ? কী করণীয় ?


ডাঃ মোঃ মাজেদুল ইসলাম

বাচ্চার অপরাধী আচরণ দেখলে কি করবেন


জিয়ানুর কবির

স্বাস্থ্যকর পানীয় গ্রিন-টি গ্রহণের সঠিক পদ্ধতি জানেন কি??


পুষ্টিবিদ মুনিয়া মৌরিন মুমু,নিউট্রিশনিস্ট, বায়োজিন কসমেসিউটিক্যালস

ভ্যারিকোসিল কি? কাদের হয়? কি করণীয়?


ডাঃ মোঃ মাজেদুল ইসলাম,এমবিবিএস, এফসিপিএস (সার্জারি),জেনারেল, কোলোরেক্টাল এবং ল্যাপারোস্কোপিক সার্জন।

দাঁত ব্রাশের সময় যে ৭টি ভুল করি আমরা


ডা: এস.এম.ছাদিক,বি ডি এস (ডি ইউ),এম পি এইচ (অন কোর্স)

মহিলারা কখন কয়টি টিটি টিকা নিবেন?


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা) ,,Consultant Sonologist

বাবার জন্য সন্তানের রক্ত কতটুকু নিরাপদ?


ডাঃ গুলজার হোসেন,বিশেষজ্ঞ হেমাটোলজিস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল

শিশুদের জিংক কেন প্রয়োজন? কিসে জিংক আছে?


নিউট্রিশনিস্ট সুমাইয়া সিরাজী,Bsc (Hon's) Msc (food & Nutrition)

সঠিকভাবে দাঁত পরিস্কারের নিয়ম


ডা: এস.এম.ছাদিক

ছোটদের সহজে বাংলা বানান শেখাবেন যেভাবে--


রয়াল বাংলা ডেস্ক

গর্ভাধারণের আগে এবং গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড কেন খাবেন।


ডাঃ সরওয়াত আফরিনা আক্তার (রুমা)