-
-
এক
মেয়েদের মুখে ছেলেদের মতো লোম কেন হয়?
এর অনেক গুলো কারণ আছে,এর মধ্যে একটি হচ্ছে পুরুষ হরমোন বেড়ে যাওয়া। এছাড়া ইনসুলিন কাজ না করতে পারা,পরিবেশগত ও জেনেটিক কারণ ও আছে।
-
দুই
এটা কাদের বেশী হয়?
যাদের ওজন বেশী তাদের বেশী হয়।
-
তিন
কি কি হরমোনাল কারনে এটা হয়?
থাইরয়েড হরমোনের সমস্যা, PCOS, পুরুষ হরমোনের আধিক্য (Adrenal disorders) এ ছাড়া কিছু মেডিসিনের জন্যও হতে পারে
-
চার
এটা কি চিকিৎসায় ভালো হয়?
একটু সময় সাপেক্ষ চিকিৎসা,ভালো হয়।
-
পাঁচ
এটা থাকলে কি কি সমস্যা হতে পারে?
বাচ্চা নিতে পরবর্তীতে সমস্যা হতে পারে,আর ডায়াবেটিস, হাই প্রেসারের রিস্ক বেশী থাকে।
-
ছয়
এজন্য কোন বিশেষজ্ঞ দেখাতে পারি?
একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন।
ধন্যবাদ
ডা. মো মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ। কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল ঢাকা এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সাভার।
চেম্বার - সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ, ঢাকা।
![]() |
ডা. মো মাজহারুল হক তানিম |
মেয়েদের মুখের অবাঞ্চিত লোম! |
অবাঞ্চিত লোম |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
খেজুরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা |