Royalbangla
রয়াল বাংলা ডেস্ক
রয়াল বাংলা ডেস্ক

মুখের দুর্গন্ধ দূর করার উপায়

মুখের দুর্গন্ধ

বেশিরভাগ মানুষেরই ভুল ধারণা থাকে যে, মুখের দুর্গন্ধ শুধুমাত্র মুখ থেকেই উৎপন্ন হয়। তবে জিহবা, নাক মাড়ির সমস্যা, বদহজম, পাকস্থলির সমস্যা এছাড়াও আরো কিছু রোগের উপসর্গ হিসেবেও এ সমস্যা তৈরি করতে পারে। নিচে সাধারণ কিছু কারণ উল্লেখ করা হলো-
* ঠিকমত ব্রাশ না করা।
* সঠিক ব্রাশ দিয়ে ব্রাশ না করা
* মুখ শুষ্ক হয়ে যাওয়া।
* মাড়ির রোগ।
* দাঁতের সমস্যা।
* খাবারে রসুন বা পেঁয়াজ থাকলে।
* দাঁতে ও জিহবায় খাদ্যের কণা লেগে থাকা।
* ধূমপান
* অ্যাসিডিটি
* ডায়াবেটিস
* ফুসফুসে সংক্রমণ
* কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া যেমন এলার্জি প্রতিরোধি অথবা বিষণ্ণতা প্রতিরোধি ওষুধ।

    মুখের দুর্গন্ধ রোধে তাৎক্ষণিক সমাধান


  1. ১। মৌরিঃ
    মৌরি খুব দারুণ মুখ পরিষ্কারক হিসেবে ব্যবহৃত হয় এবং মুখের দুর্গন্ধ দূর করে। এটি ব্যাক্টেরিয়া প্রতিরোধি উপাদান সমৃদ্ধ, তাই দ্রুত কাজ করে।
    * ১ টেবিল চামচ পরিমান মৌরি মুখে নিয়ে ধীরে ধীরে চাবাতে থাকলে মুখের গন্ধ দূর কয় এবং লালাগ্রন্থির কার্যকারিতা বৃদ্ধি করে।
    * দৈনিক ২/৩ বার মৌরি চা খেলে এ সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়।
    * ১/২ চামচ মৌরি ১ কাপ পানির মধ্যে মিশিয়ে ৫/১০ মিনিট ফুটিয়ে পান করা যেতে পারে।
  2. ২। নারিকেল তেলঃ
    নারিকেল তেলে ব্যাক্টেরিয়া প্রতিরোধি ও ব্যাথা নিরামায়ক উপাদান থাকে। এটি স্থায়ী ভাবে মুখের দুর্গন্ধ সমস্যার সমাধান করে থাকে।
    * অল্প পরিমাণ নারিকেল তেল মুখের মধ্যে নিয়ে ৫/১০ মিনিট কুল্কুচি করে ফেলে দিতে হবে।
    * এরপর উষ্ণ পানি দিয়ে গড়গড়া করে মুখ ধুয়ে ফেলতে হবে। নিয়মিত কয়েকদিন এ পদ্ধতি অনুসরন করলে দারুণ উপকার পাওয়া যায়।
  3. ৩। আদাঃ
    দুর্গন্ধ দূর করা ছাড়াও আদা দাঁত, ঠোঁট ও মাড়ির নানাবিধ রোগ প্রতিরোধ করে।
    * ১ চা চামচ আদার রস ও ১ গ্লাস কুসুম গরম পানি নিতে হবে।
    * আদার রস পানিতে মিশিয়ে মুখে নিয়ে ৭/৮ মিনিট রাখতে হবে। এ পদ্ধতি কয়েকবার করতে হবে।
    * দৈনিক খাওয়ার পর এটি করলে কয়েকদিনেই দুর্গন্ধ দূর হয়।
  4. ৪। মেথিঃ
    ভীষণ কার্যকরী একটি উপাদান মেথি।
    * ১ চা চামচ মেথি ১ গ্লাস পানিতে মিশিয়ে ফুটাতে হবে।
    * মিশ্রণ একটু ঠান্ডা হলে চা এর মত ধীরে ধীরে পান করতে হবে যতদিন না সমস্যার সমাধান হয়।
  5. ৫। দারুচিনিঃ
    খাবারে সুগন্ধ সৃষ্টির জন্য বহুল ব্যবহৃত এ মশলা শুধুমাত্র মুখের দুর্গন্ধই দূর করে না এটি ব্যাক্টেরিয়া ধ্বংস করে মুখের স্বাস্থ্যের উন্নতি করে।
    * ১ চা চামচ দারুচিনি গুড়া ১ গ্লাস পানির সঙ্গে মিশিয়ে ফুটাতে হবে।
    * এর সঙ্গে কয়েক টুকরো তেজপাতা মিশানো যেতে পারে।
    * এ মিশ্রণ মুখে নিয়ে কুল্কুচি করলে নিশ্বাস সতেজ হয়।
  6. ৬। লবঙ্গঃ
    * কয়েক টুকরো লবঙ্গ মুখে নিয়ে ধীরে ধীরে চাবাতে থাকলে মুখের দুর্গন্ধ দূর হয় দ্রুত।
    * ১ কাপ পানির মধ্যে ১ চা চামচ লবঙ্গ নিয়ে ফুটাতে হবে।
    * দিনে ২/৩ বার এই পানীয় পান করলে উপকার পাওয়া যায়।
  7. ৭। লেবুর শরবতঃ
    নিশ্বাসে সজীবতা আনার জন্য বহুল ব্যবহৃত একটি উপাদান লেবু। এটির অ্যাসিটিক উপাদান মুখের দুর্গন্ধ দূর করে তৎক্ষণাৎ এবং নিশ্বাসে সুন্দর সুবাসিত গন্ধের সৃষ্টি করে।
    * ১চা চামচ লেবুর রস ১ কাপ পানির সঙ্গে মিশিয়ে মুখে নিয়ে কুল্কুচি করতে হবে।
    * অল্প লবণ মিশিয়েও ব্যবহার করা যায়। এ মিশ্রণ শুষ্ক মুখের সমস্যাও দূর করে। যা মুখে দুর্গন্ধের অন্যতম কারণ।
  8. নিয়মিত ২ বেলা ব্রাশ করতে হবে এবং মুখমন্ডল পরিষ্কার রাখতে হবে সবসময়। কারণ এখানে সমস্যা হলে তা থেকে দ্রুত পেটের সমস্যা সহ নানাবিধ রোগ দেখা দিতে পারে।
  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

এক থালা বাঙালিয়ানা। আহা অমৃত


আপনি জানেন কি? শারীরিক পরিশ্রমে, ক্যান্সারের ঝুঁকি কমে?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। .........
বিস্তারিত

ক্যান্সারের ঝুঁকি কমাতে কেন শারীরিক পরিশ্রম করবেন?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। ........
বিস্তারিত

ফেসলিফট

ডাঃ ইকবাল আহমেদ,সহকারী অধ্যাপক,বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ
ফেসলিফট এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ফেসলিফটের নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এটা দেখে অনেকেই বুঝতে পারে না ব্যাপারটা কি।.......
বিস্তারিত

তীব্র এংজাইটি বা প্যানিকের সাইকোলজিক্যাল ব্যাখ্যা ও চিকিৎসা।

জিয়ানুর কবির,ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট
নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দিপনা ট্রিগার করে ফলে ব্যক্তির মধ্যে বিপদ, ব্যাথা বা শারীরিক সমস্যার হুমকি অনুভব হয় (আমার ক্ষতি হবে, শারীরিক অসুস্থ হয়ে যাব......
বিস্তারিত