- এটা পাইলসে আক্রান্ত রোগীদের একটা খুবই common জিজ্ঞাসা। অনেকের ধারনা পাইলস ভালো হয় না। তাই এর চিকিৎসা করে লাভ নেই। আবার অনেকেই মনে করে বার বার হয়। ফলে অনেকেই চিকিৎসা করায় না। আবার অনেকে চিকিৎসা করালেও সস্তা অথবা সহজলভ্য কবিরাজি বা অপচিকিৎসার ফাঁদে পড়েন। কিন্তু পাইলস সম্পূর্ণ নিরাময় যোগ্য রোগ। হ্যাঁ, পাইলস অবশ্যই ভালো হয় ।
-
তবে এটা নির্ভর করে কোন গ্রেডে এ আছে তার উপর। চারটা গ্রেড আছে। পাইলসের চিকিৎসা ও নির্ভর করে কোন গ্রেড এ আছে তার উপর। আর ভালো হওয়া নির্ভর করে সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, এবং সঠিক পর্যায়ে রোগ নির্ণয় হয়েছে কিনা তার উপর। আর এ ব্যপারে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল সার্জন এর সাথে কথা বলতে হবে । প্রাথমিক পর্যায়ে বিশেষ করে গ্রেড ১ এবং ২ তে অনেক ক্ষেত্রেই পাইলসের ও
ফিস্টুলার চিকিৎসা সার্জারি ছাড়াই ঔষধে ঠিক হয়ে যায়
। কিন্তু advanced stage এ বিশেষ করে গ্রেড ৩ অথবা ৪ এ অধিকাংশ ক্ষেত্রে এবং কিছু ক্ষেত্রে গ্রেড ২ তেও সার্জারি লাগে । অনেক গুলো সার্জারির options আছে । প্রায় ১৫ থেকে ২০ ধরনের সার্জারি করার সুযোগ আছে। অধিকাংশ সার্জারিই ব্যথামুক্ত ও রক্তপাতহীন । স্বাভাবিক জীবন যাপন এ কোন সমস্যা হয় না। তবে সঠিক রোগ নির্ণয় ও সঠিক সার্জারি ও এক্সপার্টনেস এর উপর অনেক কিছু নির্ভর করে।
তবে শেষ কথা হচ্ছে আপনি যদি নিজে সচেতন হন, একটু নিয়ম কানুন মানেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসা করেন তাহলে অবশ্যই পাইলস ভালো হয় এবং পাইলস মুক্ত থাকা সম্ভব। তাই নিজে সচেতন হন এবং সুস্থ থাকুন।
Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus
FCPS(surgery) FISCP(India)
Ms(Colorectal Surgery)
Bangabandhu Sheikh Mujib Medical Univarsity
Chamber: নেক্সাস হাসপাতাল-ঢাকা রোড - ময়মনসিংহ
Contact:01796586561
01796586562
Dr. Md. Ashek Mahmud Ferdaus |
পাইলস কি পুরোপুরি ভাল হয়? |
পাইলস |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
ওয়েট লস জার্নিকে সহজ করতে ৬ টি স্মার্ট ট্রিকস |