-
এক
শিক্ষকঃ বলতো - মাছ কেন কথা বলতে পারে না ?
ছাত্রঃ স্যার- আপনাকে যদি পানিতে চুবিয়ে রাখা হয় আপনি কি কথা বলতে পারবেন স্যার ?
**********
-
দুই
শিক্ষকঃতোমাদেরকে -আমাদের গ্রাম- বিষয়ে রচনা লিখতে দিলাম ।
তোমরা সবাই হুবহু একই রচনা জমা দিয়েছ কেন?
ছাত্রঃ স্যার - আমরা সবাই একই গ্রামে বাস করি তো তাই রচনা একই হয়েছে।
**********
-
তিন
শিক্ষকঃ বলোতো - আমরা পানি কেন পান করি?
ছাত্রীঃ স্যার - আমরা পানি খেতে পারি না তাই পান করি।
**********
-
চার
শিক্ষকঃ কেউ যদি পানিতে ডুবে যায় তাহলে আমরা কিন্তু তার চুল ধরেও টেনে তুলতে পারি ।
তাই না ?
ছাত্রঃ স্যার - আপনি পানিতে ডুবে গেলে কিন্তু আমরা কিছু করতে পারব না ।
শিক্ষকঃ কেন ?
ছাত্রঃ আপনার মাথায় তো চুল নেই স্যার।
**********
-
পাঁচ
ছাত্রঃ আমাদের কলেজের প্রিন্সিপাল একটা আহাম্মক।
ছাত্রীঃ জানো - আমি কে?
ছাত্রঃ না ছাত্রীঃ আমি প্রিন্সিপালের মেয়ে।
ছাত্রঃ তুমি জানো আমি কে?
ছাত্রীঃনা
ছাত্রঃ তাহলে আমি পালিয়ে গেলাম । ভাল থাকো ।
**********
-
ছয়
শিক্ষকঃ বলোতো- একজন লাইব্রেরিয়ান যদি মাছ ধরতে যায়
তাহলে কি টোপ ব্যবহার করবে ?
শিক্ষার্থীরাঃ জানি না স্যার। আপনিই বলেন।
শিক্ষকঃ কেন বইয়ের পোকা।
**********
-
সাধু জোকস
সাধু যখন শিক্ষক
সাধুঃ তোমাদের মধ্যে কে শিক্ষক হতে চাও ?
একজন ছাত্রীঃ স্যার- আমি
সাধুঃ তাহলে ‘স্কুলে একজন শিক্ষকের ভুমিকা’
শিরোনামের পাঠটি তুমিই আজকে পড়াও। আমি চললুম
**********
রয়াল বাংলা ডেস্ক |
শিক্ষক বনাম শিক্ষার্থী - মজার কৌতুক - পর্ব-এক |
কৌতুক |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আক্কেল দাঁত প্রসঙ্গ |