Royalbangla
ডা: এস.এম.ছাদিক,বি ডি এস (ডি ইউ),এম পি এইচ (অন কোর্স)
ডা: এস.এম.ছাদিক,বি ডি এস (ডি ইউ),এম পি এইচ (অন কোর্স)

রুট ক্যানাল ( দাতেঁর ব্যথার) চিকিৎসা কি? কখন করাতে হয়?

টিপস

রুট ক্যানালঃ

রুট ক্যানাল দাঁতের ভিতরের ফাঁপা অংশ যেখানে রক্তনালী, নার্ভ টিস্যু ও সংযোগকারী কোষ থাকে যাদের কে একত্রে পাল্প বলে। এই পাল্প কে রক্ষা করাই রুট ক্যানাল চিকিৎসার মূল উদ্দেশ্য।

কারনঃ

পাল্প আঘাতপ্রাপ্ত হলে বা পাল্পে ব্যাধি হলে তা নিজে থেকে ঠিক হয় না যার ফলে ভিতরের নার্ভ টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। আঘাতের ফলে গর্ত বা ফাটল ধরলে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে যা ইনফেকশন হয়ে দাঁতটিকে ধীরে ধীরে ভিতর থেকে নষ্ট করে ফেলে।

চিকিৎসাঃ

১. রুট ক্যানাল ক্লিনিং এর সময় চিকিৎসক ছোট্ট ফুটোর মাধ্যমে রুট ক্যানালে প্রবেশ করে ভিতরের ক্ষতিগ্রস্ত, ব্যাধিগ্রস্ত অথবা মৃত টিস্যু ফেলে দেন।

২. রুট ক্যানাল ফিলিং ও ক্রাউনিং এর সময় ফাঁপা অংশ পরিষ্কার করে ইনফেকশন সম্পূর্ণ রুপে রোধ করা হয়। তারপর রাবার জাতীয় উপাদান দিয়ে ভিতরের ক্যাভিটি বা গর্তকে সিলগালা করে দেয়া হয়। উপরন্তু দাঁতকে মজবুত ও দীর্ঘস্থায়ী করতে ক্রাউনিং করা হয় যা দাঁতটিকে ভবিষ্যৎ সুরক্ষা প্রদান করে।

প্রতিরোধঃ

- দাঁত ব্রাশ ও ফ্লসিং নিয়মিত ও স্বাভাবিক ভাবে করা।

- ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা, নিয়মিত টুথব্রাশ পাল্টানো।

- দিনে মাঝে মাঝে কুলি করা ও পরিষ্কার খাবার খাওয়া

- ফলমূল বেশি খাওয়া।

- অধিকতর মিষ্টি খাবার ও পানীয় পরিহার করা।

- অস্বাভাবিক রকম ঠাণ্ডা /গরম খাবার গ্রহণ বা পানীয় পান করলে ভিতরের নার্ভ ও টিস্যু ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। তাই এ থেকে বিরত থাকা।

*** মনে রাখবেন রুট ক্যানালের চিকিৎসায় কোন ব্যথার সঞ্চার হয় না, রোগিরা সাধারণত যে ব্যথায় ভোগেন তা ইনফেকশনের কারণে হয়ে থাকে। চিকিৎসা সম্পাদনার ব্যথা নিরাময়ে এনেস্থেসিয়া ব্যবহৃত হয়। তাই ভয় না করে সময় থাকতেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

* *মনে রাখবেন বিডিএস ডিগ্রি ব্যাতিত কেউ দাঁতের ডাক্তার নয়, যেখান -সেখানে চিকিৎসা করে মুখের ক্যান্সার নানাবিধ রোগ হতে পারে।

এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812

লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

এক থালা বাঙালিয়ানা। আহা অমৃত


আপনি জানেন কি? শারীরিক পরিশ্রমে, ক্যান্সারের ঝুঁকি কমে?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। .........
বিস্তারিত

ক্যান্সারের ঝুঁকি কমাতে কেন শারীরিক পরিশ্রম করবেন?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। ........
বিস্তারিত

ফেসলিফট

ডাঃ ইকবাল আহমেদ,সহকারী অধ্যাপক,বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ
ফেসলিফট এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ফেসলিফটের নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এটা দেখে অনেকেই বুঝতে পারে না ব্যাপারটা কি।.......
বিস্তারিত

তীব্র এংজাইটি বা প্যানিকের সাইকোলজিক্যাল ব্যাখ্যা ও চিকিৎসা।

জিয়ানুর কবির,ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট
নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দিপনা ট্রিগার করে ফলে ব্যক্তির মধ্যে বিপদ, ব্যাথা বা শারীরিক সমস্যার হুমকি অনুভব হয় (আমার ক্ষতি হবে, শারীরিক অসুস্থ হয়ে যাব......
বিস্তারিত