Royalbangla
ডা: এস.এম.ছাদিক,বি ডি এস (ডি ইউ),এম পি এইচ (অন কোর্স)
ডা: এস.এম.ছাদিক,বি ডি এস (ডি ইউ),এম পি এইচ (অন কোর্স)

আঁকাবাঁকা, উঁচুনিচু বা ফাকা দাঁতের কি চিকিৎসা সম্ভব?

টিপস

আমাদের অনেকেরই ভাইবোন, আত্মীয় সজন আঁকাবাকা বা উঁচুনিচু দাঁত নিয়ে সমস্যায় ভোগেন। বিশেষ করে মেয়েরা এই সমস্যার সম্মুখীন হয় বেশি।

তারা মুখ টিপে হাসে। অথবা হাসতে লজ্জা পায়। বা হাসলেও ভালো দেখা যায় না।

কিন্তু এটা যে চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, তার হাসি টা আরো সুন্দর করা যায়, এটা অনেকেই জানিনা। জানলেও বুঝি না কার কাছে যাবো, কোথায় যাবো।

সবচেয়ে বেশি সমস্যায় পড়ি বিয়ের আগে। আঁকাবাঁকা দাঁতের জন্য বিয়ে হচ্ছে না এমন বহু মেয়েরা আমাদের কাছে আসছে।

লক্ষ্মণ গুলো কি কি?

- সন্তানের নিচের চোয়াল সামনে ও উপরের চোয়াল ভেতরে।

- দুধ দাঁত পড়ার আগেই স্থায়ী দাঁত ভেতর বা বাইরে দিয়ে বের হওয়া।

- দুধ দাঁত পড়ে যাবার সময়ের পরও মুখে অবস্থান করা।

- স্থায়ী দাঁত গুলো এলোমেলো ভাবে ওঠা।

কিন্তু রাতারাতি কি এই চিকিৎসা সম্ভব?

আঁকাবাঁকা ফাকা দাঁত

উপরে উল্লেখ করা কারন গুলো যদি আপনার সন্তান বলা কারো থাকে, তবে অতি দ্রুত ১ জন আঁকাবাঁকা উঁচুনিচু দাঁত বিশেষজ্ঞ এর সকালে যাওয়া আবশ্যক।

কারন আপনি যত দ্রুত বা সঠিক সময়ে চিকিৎসা শুরু করবেন, চিকিৎসা ততো দ্রুত ও ভালো হবে।

কোন বয়সে চিকিৎসা নেয়া ভালো?

সাধারণত ১২-১৮ বছর বয়সের মধ্যে চিকিৎসা করলে সব চেয়ে ভালো। কারন সময় কম লাগে। এর পর চিকিৎসা করলে একটু সময় বেশি দরকার হয়।

সময় কেমন লাগতে পারে?

সাধারণত ১.৫ থেকে ২ বছর সময় দরকার হয়, সমস্যার ধরন অনুযায়ী কম বা বেশি সময় লাগতে পারে।

এতে কি অন্য কোনো সমস্যা হবে?

নাহ, একদম ই না। বরং ভবিষ্যতে যাতে আপনার সন্তান মন খুলে হাসতে পারে, সেটাই নিশ্চিত করুন।

চিকিৎসা না করলে কি ক্ষতি হতে পারে?

আপনার মুখে দাঁতের অবস্থান যদি এলোমেলো হয়, তবে দাঁতের উপর এলোমেলো চাপ পড়ে। ফলে দাঁতে Dental caries, attrition, abrasion, হবে, calculus বা stain জমা হবে বেশি। তাছাড়া দীর্ঘদিন এলোমেলো থাকলে চোয়ালে Arthritis হবার সম্ভাবনা থাকবে।

আবার দাঁত শির শির করা, পানি বা মিষ্টি ধরা, ব্যাথা হবার সুযোগ থাকে।

চিকিৎসার নাম কি?

এই চিকিৎসার নাম Orthodontic treatment.

এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।
www.royalbangla.com/DrS-MSadique-105600987900812

লেখক
ডা: এস.এম.ছাদিক
বি ডি এস (ডি ইউ)
এম পি এইচ (অন কোর্স)
পি জি টি (ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী)
ঢাকা ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/DrS-MSadique-105600987900812

  1. royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ‌্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট

এক থালা বাঙালিয়ানা। আহা অমৃত


আপনি জানেন কি? শারীরিক পরিশ্রমে, ক্যান্সারের ঝুঁকি কমে?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। .........
বিস্তারিত

ক্যান্সারের ঝুঁকি কমাতে কেন শারীরিক পরিশ্রম করবেন?

ডা. মোহাম্মদ মাসুমুল হক,আবাসিক চিকিৎসক, ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম
প্রতিদিন গড়ে অন্তত ৩০-৬০ মিনিট করে, সপ্তাহে ০৫ দিন (মোট ১৫০-৩০০ মিনিট) এমন কিছু কায়িক পরিশ্রম, যাতে হৃদ স্পন্দন বৃদ্ধি পায় ও ঘাম হয়। ........
বিস্তারিত

ফেসলিফট

ডাঃ ইকবাল আহমেদ,সহকারী অধ্যাপক,বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ
ফেসলিফট এই শব্দটার সাথে অনেকেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় ফেসলিফটের নানা ধরনের বিজ্ঞাপন দেখা যায়। এটা দেখে অনেকেই বুঝতে পারে না ব্যাপারটা কি।.......
বিস্তারিত

তীব্র এংজাইটি বা প্যানিকের সাইকোলজিক্যাল ব্যাখ্যা ও চিকিৎসা।

জিয়ানুর কবির,ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট
নির্দিষ্ট বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দিপনা ট্রিগার করে ফলে ব্যক্তির মধ্যে বিপদ, ব্যাথা বা শারীরিক সমস্যার হুমকি অনুভব হয় (আমার ক্ষতি হবে, শারীরিক অসুস্থ হয়ে যাব......
বিস্তারিত