-
-
এক
হরমোনের কারনে কি ওজন বাড়তে পারে?
থাইরয়েড হরমোন শরীরে কম থাকলে ওজন বেড়ে যেতে পারে,খাবার কম খেলেও! আরো কিছু হরমোনের কম/ বেশীর জন্য ওজন বাড়তে পারে।
-
দুই
লাইফস্টাইলের পরিবর্তন, হাটা চলা কম করা,বসে কাজ বেশী করা,খেলাধুলা কম করা,ফাস্ট ফুড,মোবাইল, ট্যাব,কম্পিউটারে আসক্তিও ওজন বাড়ার অন্যতম কারণ।
-
তিন
ওজন কমানোর কি মেডিসিন আছে?
আছে,তবে শুধু মেডিসিনে নয়,নিয়মিত হাঁটার অভ্যাস, খাদ্যাভাসের পরিবর্তন সাথে মেডিসিন পারে আপনার ওজন কমাতে।
-
চার
ওজন কেন নিয়ন্ত্রণে রাখতে হবে?
ওজন বেশী হলে অল্প বয়সেই আপনি ডায়াবেটিস, হাই প্রেসার, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়ার মতো রোগে আক্রান্ত হতে পারে,হতে পারে কম বয়সে হৃদ রোগ ( Heart attack), বাচ্চা কনসিভ করতে ও সমস্যা হতে পারে।
-
পাঁচ
হরমোনের করনে কি ওজন কমে যেতে পারে?
পারে।কিছু হরমোনের আধিক্য হলে আপনার ওজন কমে যেতে পারে।
-
ছয়
এই সমস্যার জন্য কোন বিশেষজ্ঞ দেখাবো?
এন্ডোক্রাইনোলজিস্ট বা ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন।
ধন্যবাদ
ডা. মো মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ। কনসালটেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল ঢাকা এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল সাভার।
চেম্বার - সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ, ঢাকা।
![]() |
Dr.Md.Mazharul Huq Tanim |
হরমোন ও অতিরিক্ত ওজন নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর |
হরমোন |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
এক থালা বাঙালিয়ানা। আহা অমৃত |