ঋতুমতী হবার সময় থেকে শুরু করে ঋতুবন্ধ (৪৫-৫০ বছর) পর্যন্ত মেয়েদের শরীরে থাকা স্ত্রী-যৌন হরমোন ইস্ট্রোজেন করোনারি হৃদরোগ বা করোনারি অ্যাথেরোমার বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তোলে। ইস্ট্রোজেন 'ভাল কোলস্টেরল' (HDL) এর মাত্রা বাড়ায় আর 'খারাপ কোলস্টেরল' (LDL) এর মাত্রা কমিয়ে করোনারি ধমনীর গহ্বর শীর্ণ হতে থাকার প্রক্রিয়াকে আটকায় বা বিলম্বিত করে। প্রজননকালের বছরগুলোতে (Reproductive Age Group) এই কারণে মেয়েদের হার্ট এ্যাটাক অনেক কম হয়। পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত পুরুষদের তুলনায় মেয়েরা করোনারি হৃদরোগের শিকার হয় আটভাগের একভাগ। পঁয়তাল্লিশ থেকে ষাট বছরে অর্ধেক। ষাট বছরের পর মেয়েরা এই রোগের শিকার হয় পুরুষদের মতোই।
 এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে।   
www.royalbangla.com/drafjalhossain 
 লেখক  
 Dr.Afjal Hossain  
Telemedicine Service 
Assistant Registrar 
United Hospital, Gulshan 2,Dhaka. 
Former Panel Physician USA Embassy 
Internship Mitford Hospital, Dhaka.,Dhaka. 
Studied Sir Salimullah Medical College, Dhaka. 






























