কেমো থেরাপির কারণে রোগীর রক্তের অন্যান্য উপাদানের মতো লোহিত কণিকাও হ্রাস পায়, যার ফলে এনেমিয়া (রক্ত স্বল্পতা) দেখা দিতে পারে। তাই চিকিৎসা চলাকালীন প্রায়ই দেখা যায় রোগীকে রক্ত নিতে হয়।
★ কিভাবে বুঝবেন আপনার রোগী রক্ত স্বল্পতায় ভুগছেনঃ
• শারীরিক দুর্বলতা
• সবসময় ক্লান্তি অনুভব করা
• হাত, মুখ ফ্যাকাশে হয়ে আসা
• হালকা জ্বর
• বুক ধড়ফড় করা
উপরের লক্ষণগুলো মিলে গেলে যা করণীয়ঃ
• রক্তের হিমোগ্লোবিন / সিবিসি পরীক্ষা করুন
• দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
যেভাবে প্রতিরোধ করবেনঃ
১. খাদ্য তলিকায় যুক্ত করুন আয়রনযুক্ত খাবার,যেমনঃ
• মাংস
• ডিমের কুসুম
• কলিজা
• ডাল, রাজমা
• শিমের বীজ, কুমড়োর বীজ
• বাদাম
• পালং শাক
• কচু ও কচু শাক
• ফুলকপি
• ফর্টিফাইড সেরিয়াল
• ডার্ক চকোলেট
• সামুদ্রিক মাছ, ইত্যাদি
২. আয়রন সাপ্লিমেন্টঃ প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন ক্যাপ্সুল খেতে পারেন
★ যে বিষয়ে সতর্ক থাকবেনঃ
• আয়রন যুক্ত খাবারের পরপর চা, কফি পান করবেন না
• আয়রনযুক্ত খাবার / সাপ্লিমেন্ট এর কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন
লেখক
DR. MOHAMMAD MASUMUL HAQUE
MBBS,MPH(NCD)
Trained in cancer screening & Prevention
(Tata memorial Cancer Center,Mumbai)
Cancer Prevention Physician
Resident Medical Officer
Bangladesh Cancer Society Hospital & Welfare Home.
Chamber
FORTUNE HEALTHCARE LTD
23/c,Zigatola Main Road, Dhaka-1209
Hotline +8801552-221222
লেখকের সাথে যোগাযোগ করতে নিচের ফেসবুক পেইজে ক্লিক করুন
www.facebook.com/drmasumulhaque