-
আসছে শীত, অনেকেরই ইতিমধ্যে স্কিন এর সমস্যা শুরু হয়ে গেছে। তবে কিছু টিপস ফলো করে আপনিও পেতে পারেন সুস্থ্য ও সুন্দর ত্বক। চলুন জেনে নেওয়া যাক :
-
এক
স্কিন এর উপর সব চেয়ে খারাপ প্রভাব ফেলে স্ট্রেস। তাই যতটা সম্ভব স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করুন।
-
দুই
স্কিন এর প্রথম বন্ধু হলো পানি,তাই প্রচুর পরিমানে পানি পান করুন এবং যতটা সম্ভব হাইড্রেটেড থাকুন।
-
তিন
স্কিন ভালো রাখতে হলে কোয়ালিটি স্লীপ বা ভালো ঘুমের বিকল্প নেই, তাই দৈনিক অন্তত ৭/৮ ঘন্টা ঘুমান।
-
চার
স্কিন এর একটা প্রধান শত্রু হলো ধূমপান। তাই সুন্দর স্কিন চাইলে ধূমপান কমাতে হবে বা ত্যাগ করতে হবে।
-
পাঁচ
স্কিন এর জন্য Vitamin A, B, C, Beta-carotene, Lycopene এগুলো খুব ভালো। এগুলো কে বলে "SKIN FOOD"। সেজন্য ত্বকের গ্লো বা উজ্জ্বলতা বাড়াতে এসব উপাদান সমৃদ্ধ খাবার গ্রহন করা উচিত।
-
ছয়
গাজর, মিষ্টি কুমড়া, আম, পালং শাক, তরমুজ, টমেটো, কমলা,মাল্টা এগুলোতে এই উপাদান গুলো প্রচুর পরিমানে থাকে। তাই সুস্থ্য ও সুন্দর ত্বক পেতে চাইলে আপনার খাদ্য তালিকায় এই খাবার গুলো রাখতে পারেন।
সবার জন্য শুভ কামনা
পুষ্টিবিদ জয়তী মুখার্জী
পুষ্টিবিদ জয়তী মুখার্জী |
আপনি জানেন কী শীতে ত্বক সুস্থ্য ও সুন্দর রাখার জন্য কী খাওয়া প্রয়োজন |
সৌন্দর্যচর্চা |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আক্কেল দাঁত প্রসঙ্গ |