কি কি ক্ষেত্রে বায়োফিজিক্যাল প্রোফাইল করার প্রয়োজন হয় তা জেনে নিন- * আপনার গর্ভে একাধিক বেবির সাথে নির্দিষ্ট কোন জটিলতা থাকলে। * আপনার অন্য কোন মেডিকেল কন্ডিশন রয়েছে যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লুপাস বা হৃদরোগ * পোস্ট টার্ম প্রেগ্ন্যান্সি (৪০-৪২ সপ্তাহ) * এর আগে আপনার প্রেগ্ন্যান্সি লস হয়েছিল বা পূর্ববর্তী গর্ভাবস্থার জটিলতার ইতিহাস রয়েছে। * আপনার বেবির নড়াচড়া কম হলে বা ভ্রূণের বৃদ্ধির সমস্যা থাকলে। * আপনার অনেক বেশি অ্যামনিয়োটিক তরল (পলিহাইড্র্যামনিওস) বা কম অ্যামনিয়োটিক ফ্লুইড ভলিউম (অলিগোহাইড্র্যামনিওস) রয়েছে। * আপনার বয়স ৩৫ বছরের বেশি হলে * আপনি স্থূল(Obese) হলে। আপনার শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে ডেলিভারির পূর্ব পর্যন্ত এই পরীক্ষাটি সপ্তাহে ১-২ বার করা লাগতে পারে। এই লেখকের সব লেখা পড়ুন নিচের লিংক থেকে। লেখিকা |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আপনি জানেন কী চার ধরণের ক্ষুধা আছে |