- 
শৈশবের স্থূলতা কেন? কি ক্ষতি? শৈশবের স্থূলতা রোধে আপনি কি করবেন?
কিভাবে বুঝবেন আপনার বাচ্চা স্থূল বা মোটা? বিএমআই হিসাবের মাধ্যমে জানার চেষ্টা করুন আপনার বাচ্চার বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন কত।
বাচ্চা অতিরিক্ত শারীরিক ওজন বা স্থূল হওয়ার কারন
 - 
 এক  
অতিরিক্ত পরিমানে চর্বি ও চিনিযুক্ত খাবার, ফাস্টফুড
 - 
    দুই  
শারীরিক পরিশ্রম বা খেলাধূলা না করা
 - 
  তিন    
বংশগত কারন
 - 
   চার   
হরমোনাল কারন
 - 
   পাঁচ 
মানসিক সমস্যা যেমন বাচ্চা হতাশায় ভূগে, আত্মবিশ্বাস কম ইত্যাদি
কি ক্ষতি হতে পারে?
 - 
  A  
ডায়াবেটিস
 - 
  B   
হৃদরোগ
 - 
   C  
শ্বাসকষ্ট
 - 
  D    
ঘুমের সমস্যা
 - 
  E     
বিভিন্ন জয়েন্টে ব্যথা
বাচ্চার স্থূলতা প্রতিরোধে কি করবেন?
 - 
   ক    
বাচ্চার খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। শাকসবজি, ফল, মাছ, মাংসের পাশাপাশি শস্যদানা রাখুন।
 - 
  খ     
প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড, বাইরের খাবার নিয়ন্ত্রণ করুন।
 - 
  গ    
শারীরিক পরিশ্রম, খেলাধূলা, ব্যায়াম করতে উৎসাহ দিন।
 - 
  ঘ    
টিভি, মোবাইল ইত্যাদি থেকে দূরে রাখুন।
একজন ডায়টেশিয়ানের পরামর্শ নিন ছোটবেলা থেকেই একজন সুস্থ ও সবল বাচ্চাই পারে সুস্থ ও সুন্দর পৃথিবী গড়তে। যে বাচ্চাটি যত সুস্থ সে বাচ্চাটি তত বেশি মেধাবী ও কর্মক্ষম। তাই বাচ্চা যেন স্থূল বা অতিরিক্ত মোটা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। আর বাচ্চার খাদ্যাভ্যাস, জীবনধারণ, সুস্থতা ও বিকাশে একজন ডায়টেশিয়ানের পরামর্শ নিন।
ধন্যবাদ
Nusrat Jahan
Nutrition and Diet Consultant
 
|   | 
Diet Consultant Nusrat Jahan | 
বাচ্চা মোটা হয়ে গেলে কি করবেন? | 
প্যারেন্টিং | 
-  royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected] 
 
| পরবর্তী পোস্ট | 
ফ্যাটি লিভার? সতর্ক হোন আজই! | 





























