-
আমাদের শারিরীক পরিবর্তন অনেক সময় অনেক বাঁধার সম্মুখীন হয়। যার ফলে আমরা নানা সমমস্যায় পড়ি। এসব বিষয়ে সঠিক ধারণা না থাকায় আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। আসুন সে সব বিষয়ে এবার জেনে নেয়া যাক।
-
এক
প্রচন্ড মাথা ব্যথা, চোখে দেখতে সমস্যা হওয়া।
-
দুই
অতিরিক্ত ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, পাতলা পায়খানা হওয়া।
-
তিন
ওজন বেড়ে যাওয়া , মাথার চুল পরে যাওয়া, মাসিকে বেশি রক্ত যাওয়া,বেশি ঘুম পাওয়া।
-
চার
বেশি বেশি প্রসাব হওয়া,বেশি খিদে লাগা,ওজন কমে যাওয়া।
-
পাঁচ
ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়া।
-
ছয়
মেয়েদের মুখে অত্যাধিক লোম হওয়া।
-
সাত
প্রেসার অত্যাধিক বেড়ে যাওয়া, প্রেসার নিয়ন্ত্রণে না আসা, বুক ধড়ফড় করা।
-
আট
ছেলের মেয়েলি ভাব, মেয়েদের ছেলে ভাব ( হিজড়া)
-
নয়
ছেলের পুরুষাংগ বেশি ছোট হওয়া।
-
দশ
হাত পা অত্যাধিক বড় হয়ে যাওয়া।
-
এগার
উচ্চতা অনেক কম হওয়া ( বামন)
-
বার
উচ্চতা অত্যাধিক বেড়ে যাওয়া।
-
তের
স্টেরয়েড জাতীয় ড্রাগ অনেকদিন খাওয়ার ফলে শরীর ফুলে যাওয়া।
-
চৌদ্দ
অতিরিক্ত বমি,প্রেসার কমে যাওয়া, ওজন কমে যাওয়া।
-
পনের
হাড় নরম হয়ে যাওয়া। ডা.মোঃ মাজহারুল হক তানিম
এম বি বি এস, ডি ইএম ( বারডেম)
হরমোনজনিত রোগ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ।
কনসাল্টেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল ঢাকা এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাভার।
চেম্বার - সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, মালিবাগ।
![]() |
ডা.মোঃ মাজহারুল হক তানিম |
হরমোন জনিত রোগের লক্ষণ জেনে রাখুন আপনার কাজে লাগতে পারে |
হরমোন |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
পছন্দের ফল কিভাবে খাচ্ছেন?? |