-
আগে ডায়াবেটিস ছিল না,কিন্তু বাচ্চা পেটে আসার পর ডায়াবেটিস হলে তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলে।
আগে ডায়াবেটিস ছিল না,এখন কেন হলো?
অনেক গুলা কারণ আছে।এর মধ্যে অন্যতম হচ্ছে, প্লাসেন্টা বা গর্ভফুল থেকে কিছু হরমোন আসা,যা ব্লাড সুগার বাড়ায়।
এর চিকিৎসা কি?
খাওয়া দাওয়া ও হাটা চলায় টার্গেট ব্লাড সুগারে না আসলে কিছু দিনের জন্য ইনসুলিন দেয়া লাগতে পারে।
এই ইনসুলিন কি সারাজীবন নেয়া লাগবে?
না, ৯০ ভাগই বাচ্চা ডেলিভারি হয়ে গেলে আর ডায়াবেটিস থাকে না, ইনসুলিন ও আর লাগে না।তবে ডাক্তারের ফলোআপ এ থাকতে হবে।
মুখের ওষুধ দেয়া যায় না?
গবেষণায় দেখা গেছে,মুখের ওষুধ পেটের বাচ্চার সমস্যা করতে পারে।তাই আমরা মুখের ওষুধ দিচ্ছি না,আপনার এত কষ্টের বাচ্চার ভাল চিন্তা করে।
গর্ভকালীন ডায়াবেটিস হলে কি সিজার লাগে? আমি তো নরমাল করাতে চাচ্ছিলাম।
গর্ভকালীন ডায়াবেটিস হলেই যে সিজার লাগবে, এমন না।সব কিছু ভাল থাকলে নরমাল ডেলিভারি ও করানো যাবে।এ ব্যাপারে আপনার গাইনী ডাক্তার পরামর্শ দিবেন।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে কি হতে পারে?
মায়ের এবং বাচ্চার ২ জনের ই সমস্যা হতে পারে।মায়ের প্রেসার বেড়ে যেতে পারে,অতিরিক্ত রক্তপাত হতে পারে,এবোরশান হয়ে যেতে পারে।
বাচ্চা বেশী বড় ( Macromosia) হতে পারে,বাচ্চা বিকলাঙ্গ হতে পারে।
তাই আপনার এত কষ্টের বাচ্চার ভালোর জন্য একজন গাইনী ডাক্তারের পাশাপাশি একজন হরমোন বিশেষজ্ঞ ( Endocrinologist) এর পরামর্শ নিন।
ডা. মোঃ মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ
কনসাল্টেন্ট, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, ঢাকা।
চেম্বার - সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মালিবাগ, ঢাকা।
![]() |
ডা. মোঃ মাজহারুল হক তানিম |
গর্ভকালীন ডায়াবেটিস কি? |
গর্ভধারন |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে royal_bangla@yahoo.com
পরবর্তী পোস্ট |
জেনে নিন থাইরয়েড সমস্যায় ওষুধ খাওয়ার সঠিক নিয়ম |