-
অপারেশন ছাড়াও পাইলস বা এ জাতীয় রোগ ভালো হতে পারে । এমন কিছু চিকিৎসা পদ্ধতি এখানে আলোচনা করা হলো। রাবার ব্যান্ড লাইগেশন
এর আরেক নাম হচ্ছে Barron Banding. এটা পাইলসের চিকিৎসার এক ধরনের পদ্বতি। যেখানে এক ধরনের ব্যান্ড ব্যাবহার করা হয়। ব্যান্ডটা সাধারনত রাবার বা লেটেক্স দিয়ে তৈরি।
কিভাবে কাজ করে-
এক বিশেষ ধরনের machine ( Band Applicator) ব্যাবহার করা হয়। ব্যান্ড টা পাইলসের চারপাশে pressure তৈরি করে। তারপর পাইলস টা আস্তে আস্তে খসে পড়ে যায়। আর জায়গাটা পরবর্তীতে শুকিয়ে যায়।
কতদিন সময় লাগে-
সাধারনত ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগে পুরোপুরি ভাল হতে। কিন্তু স্বাভাবিক কাজকর্মে কোন সমস্যা হয় না। রোগী Banding করে ঐ দিনই বাড়ি চলে যেতে পারে।
কখন ব্যাবহার করা হয়-
-
এক
পাইলস যখন ভিতরে (Internal Haemorrhoids) থাকে।
-
দুই
পাইলস যখন Grade-II অথবা III হয়।
-
তিন
পাইলস যখন শুধুমাত্র একটা অথবা দুইটা Position এ থাকে।
-
চার
রুগী যদি Unfit থাকে অন্য কোন Procedure করার জন্য কিন্তু রক্তপাত চলতে থাকে।
সুবিধা-
-
ক
ব্যাথামুক্ত ও রক্তপাতহীন।
-
খ
হাসপাতালে ভর্তি থাকা লাগে না।
-
গ
স্বাভাবিক কাজকর্মে কোন সমস্যা হয় না।
-
ঘ
একাধিক বার করা যায়।
-
ঙ
খরচ কম।
-
চ
Medically unfit patient কিন্তু রক্তপাত হচ্ছে তাদের ক্ষেত্রে এটা করা যায়।
-
ছ
অন্য কোন ঔষধ লাগে না।
অসুবিধা-
-
এক
একের অধিক জায়গায় হলে একাধিক settings প্রয়োজন হতে পারে।
-
দুই
একাধিক বার লাগতে পারে।
-
তিন
ব্যান্ড slip করতে পারে।
-
চার
Rare case এ সামান্য রক্তপাত হতে পারে।
-
পাঁচ
External অথবা Interoexternal পাইলসে প্রযোজ্য নহে।
-
ছয়
গ্রেড ৪ পাইলসে এটা প্রযোজ্য নয়। Colorectal Care Dr. Md Ashek Mahmud Ferdaus
FCPS(surgery) FISCP(India)
Ms(Colorectal Surgery)
Bangabandhu Sheikh Mujib Medical Univarsity
Chamber: নেক্সাস হাসপাতাল-ঢাকা রোড - ময়মনসিংহ
Contact:01796586561
Dr. Md Ashek Mahmud Ferdaus |
অপারেশন ছাড়া কি পাইলস ভাল হয়? |
পাইলস |
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আক্কেল দাঁত প্রসঙ্গ |