কানে ময়লা জমার বিষয়টি খুবই স্বাভাবিক অনেকেই কানের ময়লা পরিষ্কার জন্য কটন বাড ব্যবহার করে থাকেন ইয়ার বাড দিয়ে কান পরিষ্কার করলে হতে পারে মারাত্মক ক্ষতি
জেনে নিন সমস্যা এড়াতে কী করা যেতে পারে
কানের ভেতর যে ময়লা বা খইলি দেখা যায় ওগুলো মুলত এয়ার ওয়াক্স। এগুলো বাদামী,কমলা , লাল অথবা হলদে মোমের মত পদার্থ। চিকিৎসা বিজ্ঞানে এগুলোকে সেরুমেন বলে। কানের ওয়াক্স কানের নালীকে শুস্কতার হাত থেকে রক্ষাসহ কানের ভেতর তৈলাক্তকরণ করে রাখে। কানের ওয়াক্স এর ব্যাক্টেরিয়া ও ছত্রাক প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এগুলো কানের গভীরে ময়লা ,ধুলো-বালি ঢোকা প্রতিরোধ করে। আমরা যখন খাই বা কথা বলি তখন আমাদের চোয়াল নাড়াচাড়া করে। এই নাড়াচাড়ার সময়ই ওয়াক্স কান থেকে বেড়িয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে এই ওয়াক্স প্রচুর পরিমাণে তৈরি হতে পারে। ফলে কান চুলকায়,ব্যথা হয় এমনকি শ্রবণও হ্রাস হতে পারে। এক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যদি কানে অতিরিক্ত ওযাক্স না জমে তবে তা বের করার দরকার নেই। কটন বাড ব্যবহারে ওয়াক্স কানের ভিতর গিয়ে পর্দায় চাপ দিতে পারে। এমনকি কানের পর্দা ছিদ্রও হতে পারে। কান যদি একান্তই পরিস্কার করতে হয় তাহলে কয়েক ফোটা অলিভ ওয়েল দিয়ে দিতে পারেন। ফার্মাসিতে কান পরিস্কার করার কিট পাওয়া যায় এগুলোও ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী।
ধন্যবাদ
Nusrat Jahan
Nutrition and Diet Consultant
ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, কেরাণীগন্জ
মোবাইল: ০১৭৩০-৫৯৯১৭১-২
সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটাল,ওয়ারী
মোবাইল:০১৭১৮-০৪৬০৯৮
অনলাইন কাউন্সিলিং
০১৮৭-২৪৩৪৪৮১
- royalbangla.com এ আপনার লেখা বা মতামত বা পরামর্শ পাঠাতে পারেন এই এ্যড্রেসে [email protected]
পরবর্তী পোস্ট |
আক্কেল দাঁত প্রসঙ্গ |